
মঙ্গলবার ০৬ মে ২০২৫
কৌশিক রায়: রাত পোহালেই সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো মানে একদিকে যেমন বাঙালির ভ্যালেন্টাইন্স ডে অন্যদিকে কাঁচা তেল আর সর্ষে দিয়ে জোড়া ইলিশের পেটপুজো। কিন্তু জোড়া তো দূরের কথা, ইলিশের যা দাম তাতে একটা গোটা ইলিশ কিনতেই রীতিমতো হিমসিম খাচ্ছেন সাধারণ মানুষ। সরস্বতী পুজোর আগে ইলিশে ছেয়ে গিয়েছে মানিকতলা মাছ বাজার। ভেতরে ঢুকলেই চোখে পড়বে ছোট থেকে বড় নানা ধরনের ইলিশ। তবে দামটাই ছ্যাঁকা খাওয়ার মতো। ৬৫০ থেকে ৭০০ গ্রাম ওজনের মাছ বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। কোনো কোনো দোকানে সেটা গিয়ে ঠেকেছে ১৬০০ টাকাতেও। একদম ছোট মাপের ইলিশের দামও ৭০০ টাকা কিংবা তার বেশি। তবে তা সত্ত্বেও বিক্রি ভাল।
বাজারে ঢুকে সবার আগে ইলিশের দাম জানতে চাইলেন মানিকতলারই বাসিন্দা অঙ্কিতা সরকার। জানালেন, ‘আমি এখানে আসি শুধু ইলিশ আর পমফ্রেট কিনতে। এবার ইলিশ দেখে অন্য কোনো দিকে তাকাচ্ছি না। দামটা একটু বেশি হলেও চেষ্টা করি দরাদরি করে যতটা কমানো যায়।’ মাছ ব্যবসায়ী রিন্টু মণ্ডল আবার জানালেন, ‘বিক্রি মন্দের ভাল। ৭০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকারও ইলিশ রয়েছে আমাদের কাছে। দু তিনদিন আগে থেকেও অনেকে পুজোর জন্য মাছ কিনেছেন। পুজোর দিন সকালে ভাল বিক্রি হবে আশা করছি।’ শ্রীপঞ্চমীর দিনে জোড়া ইলিশ খাওয়ার রীতি বহু বছর ধরেই পালন করে আসছে মানুষ। দাম যতই বেশি হোক যাঁদের কেনার তাঁরা আসবেনই–এমনটাই জানাচ্ছেন ব্যবসায়ীরা।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪